পরবর্তী প্রজন্মের গেমের দাম বাড়াবে না ইউবিসফট

২৩ জুলাই, ২০২০ ০৪:৩৭  
ইউবিসফট জানিয়েছে চলতি বছরে তাদের পরবর্তী প্রজন্মের কোনো গেমের দাম বাড়বে না। বর্তমানে অন্যসব প্লাটফর্মের মতো প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্সে অ্যাসাসিনস ক্রেড ভেলহালা এবং ওয়াচ ডগস : লেজিওন এর দাম ৬০ ডলারই থাকবে। খবর এনগ্যাজেট। অন্যদিকে এনবিএ ২কে২১ এর দাম ৭০ ডলার নির্ধারণ করা হয়েছে পিএস৫ এবং এক্সএসএক্স সংস্করণের জন্য। যদিও, ইউবিসফট পরবর্তী গেমগুলোর দাম বাড়ানোর বিষয় নিয়ে বিস্তারিত জানায়নি। ইউবিসফট আরও জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে পরবর্তী ইউবিসফট গেম উন্মোচন করা হবে, যার প্রথম সংস্করণ গত জুনে উন্মোচন করা হয়। এটি একটি বিশাল সফলতা বলে মনে করছে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা। ডিবিটেক/বিএমটি